1. skdas01924@gmail.com : রোজ খবর বাংলা : রোজ খবর বাংলা
  2. info@www.rojkhoborbangla.online : রোজ খবর বাংলা :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রামে বাস কাউন্টারে ঈদে অতিরিক্ত ভাড়া,

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করাসহ অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর সাগরিকা, অলংকার, কর্ণেলহাট ও এ. কে. খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি’র ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
তিনি জানান, ঈদ উপলক্ষ বা কোন অজুহাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয় ।

আজ পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী ও জোনাকি পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহণ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় । ঈদের আগে ও পরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।

সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম ও বিআরটিএ’র কর্মচারীগণ অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!