1. skdas01924@gmail.com : রোজ খবর বাংলা : রোজ খবর বাংলা
  2. info@www.rojkhoborbangla.online : রোজ খবর বাংলা :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে বিভিন্ন মামলার পলাতক চার আসামি পুলিশের হাতে আটক,

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম

চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালীতে বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ মে রাত ৯টা থেকে ৯ মে সকাল ৮টার মধ্যে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার উপ-স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল করিম ওরফে সম্রাট (৩৫)। তার স্থায়ী ঠিকানা সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের রুপনগর এলাকায় হলেও বর্তমানে তিনি নন্দনকাননের ইউনাইটেড বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৪ সালের ৪ নভেম্বর দায়ের করা মামলায় (নম্বর-০৩/৪৬৬) দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় অভিযোগ রয়েছে।

এছাড়া, আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ আরিফ চৌধুরী (২৭), যিনি কোতোয়ালী থানার কাজীর দেউরী এলাকার বাসিন্দা (ভাসমান)। তার বিরুদ্ধে রয়েছে ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের হওয়া মামলা (নম্বর-২১), যাতে মারামারি, হত্যাচেষ্টা ও ষড়যন্ত্র সংক্রান্ত অভিযোগ রয়েছে।

গ্রেফতার হওয়া অন্য দুই ব্যক্তি হলেন আওয়ামী লীগের কর্মী ফিরোজ আহম্মদ (৩৭) ও মোহাম্মদ আমিরুল ইসলাম আলভী (২৬)। ফিরোজ আহম্মদ নন্দনকাননের গোপাপ সিং লেইনের বাসিন্দা। আমিরুল ইসলাম আলভীর স্থায়ী ঠিকানা সাতকানিয়ার সতিপাড়া এলাকায় হলেও তিনি বর্তমানে পাথরঘাটার একটি ভবনের ৪র্থ তলায় বসবাস করেন। তাদের বিরুদ্ধে ২৫ এপ্রিল ২০২৫ তারিখে দায়ের হওয়া কোতোয়ালী থানার মামলায় (নম্বর-৪০) সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!