চট্টগ্রামে সমন
নিজস্ব প্রতিবেদন,চট্টগ্রাম
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা।
সোমবার রাত ৮টায় নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দুই নম্বর গেইটে গিয়ে শেষ হয়। পরে বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সমাবেশে বক্তারা হামলার জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন। তারা বলেন, ‘হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের মহানায়ক। তাঁর ওপর বারবার হামলা প্রমাণ করে বিপ্লবীরা নিরাপত্তাহীন। এবার আর প্রতিবাদ নয়, এবার প্রতিশোধ। ছাত্রলীগকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ হবে।’
নেতারা আরও বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। গণহত্যার দায়ে তাদের বিচার চাই। সরকারের দেরিতে বিচার করার কারণেই তারা আজও বিপ্লবীদের ওপর হামলার সাহস পাচ্ছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মূখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের জুবাইরুল হাসান আরিফ, যুগ্ম মূখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলাম মানিক,জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক নীলা আফরোজ, কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক হোসেন, আমির হোসেন আতিক, মহানগর সংগঠকমোহাম্মদ রাফসান জনি ও দক্ষিণ জেলা সংগঠক সৈয়দ মোহাম্মদ ইমরানসহ প্রমুখ।