1. skdas01924@gmail.com : রোজ খবর বাংলা : রোজ খবর বাংলা
  2. info@www.rojkhoborbangla.online : রোজ খবর বাংলা :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম লোহাগাড়ায় স্পটে কর নির্ধারণ কর্মসূচীতে ৩ লক্ষাধিক টাকার আয়কর সংগ্রহ,

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

লোহাগড়া প্রতিনিধি,চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করদাতা সনাক্তকরণ,আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ বিতরণ উপলক্ষে স্পটে কর নির্ধারণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বিকেল ৪ ঘটিকায় উপকর কমিশনার সার্কেল-৪৪ (লোহাগাড়া) কর অঞ্চল -২,এর উদ্যোগে লোহাগাড়া বনিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগাড়া সার্কেলের সহকারী কর কমিশনার শাওন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর পরিদর্শক সরওয়ার কামাল,কর পরিদর্শক মো: তোফায়েল আহমদ ও প্রধান সহকারী আবু সালেহ প্রমূখ। এসময় সাংবাদিকবৃন্দ, লোহাগাড়া সার্কেল অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও নতুন করদাতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০২ জন নতুন করদাতা তাদের নথিপত্র দাখিলের মাধ্যমে বিনা খরচে কোন রকম ঝামেলা ছাড়া আয়কর সনদ গ্রহণ করেন এবং ৩ লক্ষ ৪৫ হাজার ২শ ৫০ টাকা কর প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়করের মাধ্যমে দেশের অর্থনীতির পথ সচল রাখা হয়। জনগণের আয়করের মাধ্যমে দেশের সকল রকম উন্নয়নের কাজ করা হয়। তাই সকল করদাতাকে নিয়মিত কর প্রদানের অনুরোধ করা হয়। উল্লেখ্য: চলমান কর্মসূচীর অংশ হিসেবে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন ধরণের জরিমানা ছাড়া কর আদায় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!