নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
চট্টগ্রাম নগরির সিনেমা প্যালেস এলাকা থেকে চুরি করা একটি কাভার্ডভ্যান চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১২ মে) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে মো. কায়সার (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
মো. কায়সার, তিনি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের বাসিন্দা।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন জানান, গত ৬ মে দিবাগত রাতে নগরের সিনেমা প্যালেসের সামনে মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান পার্কিং থেকে চুরি করে নিয়ে যায়।
চুরির পর কায়সার নামে এক যুবক গাড়ির মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দেড় লাখ টাকা দাবি করে। দেড় লাখ টাকা দিলে গাড়ি ফেরত দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে আসামির অবস্থান চিহ্নিত করে কায়সারকে গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি মতে চুরি যাওয়া কাভার্ডভ্যানটি চাঁদপুর থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি চুরির পর গাড়ির চাকা ও ব্যাটারি বিক্রি করে দেয়।
তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরায় গাড়িটি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেলেও কারা নিয়ে গেছে, কীভাবে গাড়িটি চালু করা হয়েছে- সেসব কিছু পাওয়া যায়নি। ধারণা এ চুরির সঙ্গে কয়েকটি পক্ষ জড়িত থাকতে পারে। একটি পক্ষ চুরির কাজ করেছে, একটি পক্ষ গাড়িটি তাদের হেফাজতে রেখেছে এবং আরেকটি পক্ষ মালিকের কাছ থেকে চাঁদা দাবি করেছিল। এ ঘটনায় জড়িত আরও কয়েক জনের নাম পাওয়া গেছে। বিষয়টি তারা তদন্ত করে দেখছেন এবং অন্যদের গ্রেপ্তার করতে কাজ চলছে।