নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম
গ্রামের নাম পুনরায় ‘সারোয়াতলী’ নামকরণের মুখপাত্র ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন বোয়ালখালী উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামের নাম দক্ষিণ সারোয়াতলী ও ৯নং ওয়ার্ডের গ্রামের নাম উত্তর সারোয়াতলী নামকরণ করে সরকারি ভাবে দুই বার গেজেট প্রকাশিত হওয়ার পড়ে গত ২০ মে ২০২৫ মঙ্গলবার থেকে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও সকল ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। তিনি আরো বলেন এটি গ্রামবাসীর দীর্ঘ দিনের আন্দোলনের ফসল। আমাদের গ্রামটি মুঘল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তানী আমল এমনকি বাংলাদেশ হওয়ার পড়েও দীর্ঘদিন ‘সারোয়াতলী’ হিসেবে নামকরণ ছিল। হটাৎ করে অজ্ঞাত কারন বশত পরিবর্তন হয়ে হয়ে ‘কন্জুরি’ নামকরণ হয়ে গেল। এইটি গ্রামবাসীর দীর্ঘদিনের অতিত ইতিহাসের জন্য খুবই ক্ষতিকর। গত ২০১২ সাল থেকে সকল গ্রামবাসী ও দেশের প্রগতিশীল মানুষ একত্রিত হয়ে মাতৃতুল্য গ্রামের নাম পুনরায় ‘সারোয়াতলী’ নামকরণের জন্য আন্দোলন শুরু করেছিলেন। আজকে তাহা বাস্তবে রুপান্তর হয়েছে। আমরা আমাদের পূর্ব পুরুষদের আত্মপরিচয় রক্ষা করতে পেরেছি। ঠিক একেই ভাবে একশত বছর পড়ে যে সন্তানটি আমাদের গ্রামে জন্মগ্রহণ করিবেন আমরা তার পরিচয়ও রক্ষা করতে পেরেছি। আমাদের জন্য গৌরব ও সম্মানের বিষয়। তিনি আরো বলেন এই আন্দোলন সংগ্রামের কথা আমদের আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।